insta logo
Loading ...
×

আবাস অবরোধে পর্যুদস্ত পুরুলিয়া

আবাস অবরোধে পর্যুদস্ত পুরুলিয়া

অমরেশ দত্ত, মানবাজার :

ইস্যু সেই আবাস প্লাস। যোগ্যরা বঞ্চিত, এই অভিযোগে আড়াই ঘন্টা রাজ্য সড়ক অবরোধ মানবাজারে।আজ মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর পৌনে দুটো পর্যন্ত পুরুলিয়া-মানবাজার রাজ্য সড়কে জিতুজুড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে চলে অবরোধ। বিক্ষোভ দেখান ওই এলাকার মানুষজন। তাঁদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত এলাকার বহু যোগ্য ব্যক্তির নাম আবাস প্লাসের তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে। দীর্ঘ সময় ওই গুরুত্বপূর্ণ সড়ক অবরুদ্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পুলিশ এসেও তুলতে পারেনি অবরোধ। শেষে অবরোধ স্থলে অবতীর্ণ হন মানবাজার ১ নং ব্লকের বিডিও দেবাশীষ ধর। আধ ঘন্টা ধরে বিক্ষোভকারীদের কথা শোনেন তিনি। স্বয়ং বিডিও বোঝানোর পর অবরোধ তুলে নেন এলাকাবাসী। বিডিও বলেন, ” বিধি মেনেই আবাস প্লাসের তালিকা থেকে নাম বাদ গিয়েছে। অবরোধকারীদের আমরা সেকথাই বলেছি।”

জেলা প্রশাসন জানিয়েছে, নতুন করে আবাস প্লাস তালিকায় নাম অন্তর্ভুক্ত করার উপায় নেই। ২০২২ সালে তৈরি হয়েছিল আবাস প্লাস ওয়েটিং লিস্ট। সেই তালিকায় কারা যোগ্য আর কারা যোগ্য নন, তা বেছে নিতেই চলে সমীক্ষা। প্রায় ২৬ হাজার নাম প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছে। আর সেই বাদ পড়ার খবর উসকে দিচ্ছে বিক্ষোভ। চলছে রাস্তা অবরোধ, লাগানো হচ্ছে পঞ্চায়েতে তালা। প্রশাসন কিন্তু প্রতিটি স্থানেই বুঝিয়ে দিচ্ছে যা হয়েছে তা নিয়ম মোতাবেক হয়েছে।

Post Comment