insta logo
Loading ...
×

বদলি হলেন পুরুলিয়ার জেলাশাসক

বদলি হলেন পুরুলিয়ার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

বদলি হলেন পুরুলিয়ার জেলা শাসক (ডি.এম) ড. রজত নন্দা। তিনি যোগ দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরে ডিরেক্টর পদে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, তাঁর স্থলাভিষিক্ত হিসেবে পুরুলিয়ার নতুন জেলা শাসক হচ্ছেন ২০১৪ ব্যাচের আইএএস অফিসার সুধীর কোন্‌থাম। বর্তমানে তিনি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে দায়িত্বে আছেন।

রাজ্য সরকারের তরফে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে।

ড. নন্দা পুরুলিয়ায় দায়িত্ব নেওয়ার পর জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিশেষত, প্রশাসনিক পরিষেবাকে স্বচ্ছ করতে একাধিক উদ্যোগ নিয়েছিলেন তিনি। জেলা প্রশাসনের একাধিক আধিকারিক জানিয়েছেন, “ড. নন্দা জেলার উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর অবদান পুরুলিয়ার মানুষ মনে রাখবে।”

নতুন জেলা শাসক কোন্‌থাম সুধীর রাজ্যে দক্ষ প্রশাসক হিসেবে পরিচিত। পূর্ব মেদিনীপুর জেলায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। আশা করা হচ্ছে, তাঁর নেতৃত্বে পুরুলিয়া জেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতি পাবে।

Post Comment