নিজস্ব প্রতিনিধি, জয়পুর :
জঙ্গলে আগুন। শুকনো ডাল পাতায় নিমেষে সেই আগুন ছড়াতে লাগলো। জয়পুর থানার গোয়ালাডি জঙ্গলে এমন লেলিহান শিখা দেখে স্থানীয় বাসিন্দারা ব্যবহার করলেন সহায় অ্যাপ৷ প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আসেন জয়পুর থানার আইসি লিটন রক্ষিতও। দমকলেও খবর দেওয়া হয়। যদিও দমকলকে আর আসতে হয়নি। জয়পুরের বাসিন্দা মহম্মদ ওয়াসিম জানিয়েছেন, পুলিশ আর এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Post Comment