insta logo
Loading ...

শহীদ স্মৃতি কাপ

শহীদ স্মৃতি কাপ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

যাঁরা কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ করেছেন সেই সব পুলিশ সদস্যদের স্মরণে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে বুধবার থেকে শুরু হল নকআউট ক্রিকেট টুর্নামেন্ট।

বেলগুমা পুলিশ লাইনস মাঠে শহীদ স্মৃতি কাপ নামাঙ্কিত এই টুর্নামেন্টের সূচনা করেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য আধিকারিকবৃন্দ।

সূচনার আগে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এই টুর্নামেন্টের সমস্ত ম্যাচ বেলগুমা পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হবে। মোট ২৪টি দল এই টুর্নামেন্টে একে অপরের সাথে প্রতিযোগিতা করবে।
এ,বি, সি ও ডি চারটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে।

গ্রুপ এ- তে আছে পুরুলিয়া টাউন, বান্দোয়ান, টামনা, নিতুড়িয়া, মানবাজার ও কাশিপুর থানা। গ্রুপ বি- তে আছে ঝালদা, রঘুনাথপুর, পুঞ্চা, বলরামপুর, বরাবাজার ও আড়শা থানা। গ্রুপ সি- তে আছে পুরুলিয়া মফস্বল, কেন্দা, হুড়া, সাঁওতালডি, বেলগুমা লাইন ও সাঁতুড়ি থানা। গ্রুপ ডি- তে আছে জয়পুর, পাড়া, আদ্রা, কোটশিলা, বোরো ও বাঘমুণ্ডি থানা।
শুধুমাত্র পুলিশ হলে তবেই সুযোগ মিলবে খেলায়।

Post Comment