নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
কোন গাঁয়ে কোথায় রয়েছে জলাশয়? কত জল থাকে সেখানে? সারা বছর কেমন জল থাকে? জেলা জুড়ে এবার পুকুরের হাল হকিকত জোগাড় করতে তৎপর পুলিশ। উদ্দেশ্য মারাত্মক। দমকলের সঙ্গে সমন্বয় সাধনে তথ্য আদান-প্রদান। দিনের পর দিন জেলার বিভিন্ন প্রান্তে যেভাবে একের পর অগ্নিকাণ্ড ঘটে চলেছে, সেই আগুন ঠেকাতে পুরুলিয়ায় মৌজা ভিত্তিক জলাশয়ের তথ্য-পঞ্জি তৈরি করছে পুলিশ। লক্ষ্য একটাই, আগুন লাগলে তা নেভাতে যাতে আরও দ্রুততা আসে। বিষয়টি নিয়ে দমকলের সঙ্গে
বৈঠকও করছে পুলিশ। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “এই শুকনো আবহাওয়ায় আগুন লাগলে যাতে দ্রুত তা নেভানো যায়, সেই উদ্দেশে জেলার প্রত্যেকটি থানা এলাকায় একেবারে মৌজা ভিত্তিক জলাশয়ের তথ্য-পঞ্জি তৈরি করা হচ্ছে। “
Post Comment