নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
প্রকল্পের নাম রাতের সাথী। নিয়োগ হবে ভলেন্টিয়াররা। খোদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের প্যাডে দেওয়া চিঠিতে তার সই স্ট্যাম্প দিয়ে নিয়োগ করতে বলা হয়েছে ১৩ জনকে। চিঠি এসে গেছে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। বাদ সাধল তারিখ। ওই চিঠিটি যেদিন জারি করা হয়েছিল সেদিন ছিল ২৭শে ফেব্রুয়ারি। ঘটনাচক্রে ওই দিনই অসুস্থ হয়ে জেলা হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. অশোক কুমার বিশ্বাস।
ব্যাস! ধরা পড়ে গেলো যে এ হলো সরকারি হাসপাতালে নিয়োগের ভুয়ো নির্দেশিকা। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের প্যাডে, স্ট্যাম্প ও সই নকল করে স্পষ্ট প্রতারনা। এখানেই শেষ নয় রীতিমতো ওই চিঠি পাঠানো হয় পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপালকে। বিষয়টি জানতে পেরে থানার দ্বারস্থ হন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে বুধবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক কুমার বিশ্বাস। তিনি বলেন, “কলেজ কতৃপক্ষের কাছ থেকে বিষয়টি জানতে পেরে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে। আশা করা যাচ্ছে এর সমাধান মিলবে। “

এ বিষয়ে জেলা স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান , ওই চিঠিটি যেদিন জারি করা হয়েছিল সেদিন ছিল ২৭ শে ফেব্রুয়ারি। ঘটনাচক্রে ওই দিনই অসুস্থ হয়ে জেলা হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। আর সেই কারণে ওই দিনটি প্রতারকরা প্যাডে দেওয়াতে বিষয়টি আরো স্পষ্ট হয়েছে।
মেডিকেল কলেজ সূত্রে
জানা গিয়েছে, পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে রাতের সাথী ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করতে তেরো জনের নাম উল্লেখ করে ওই চিঠি তৈরি করা হয়। ওই চিঠিতে ১৩ জনকে জয়েন করাতে বলা হয়। ওই চিঠির নিচে প্রতিলিপিতে রাজ্যের একাধিক দফতরের নামও রয়েছে। এই চিঠিটি পুরুলিয়া মেডিকেল কলেজের এমএসভিপি সুকোমল বিষয়ী ওয়াটসঅ্যাপ মারফত হাতে পান। বিষয়টি জানানো হয় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক কুমার বিশ্বাসকে। এরপরেই তিনি পুলিশের দ্বারস্থ হন। পুরুলিয়া সদর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তকারীদের ধারণা রাতের সাথী ভলেন্টিয়ারের জন্য ওই চিঠিতে যে ১৩ জনের নাম উল্লেখ রয়েছে, সম্ভবত তারা প্রতারকদের খপ্পরে পড়েছে। টাকা পয়সা হাতিয়ে সেই প্রতারক চক্রই ওই ভুয়ো চিঠি তৈরি করেছে।
Post Comment