নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
জঙ্গলমহল পুরুলিয়ার সাংস্কৃতিক মানচিত্রে বইমেলা মানেই আলাদা উত্তেজনা। পুরুলিয়া শহরের মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের মাঠে ২৩ শে ডিসেম্বর থেকে ২৯ শে ডিসেম্বর পর্যন্ত এই বইমেলা চলবে। প্রতিদিন বেলা সাড়ে ১২ টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এই মেলা হবে। বইমেলা চলাকালীন প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা থাকবে। এখনও পর্যন্ত যা খবর তাতে এই বইমেলায় ৮০ টির বেশি স্টল থাকছে। কেনাকাটা সবই ক্যাশলেশ। নগদ টাকায় কোন লেনদেন হবে না। কয়েক বছর ধরেই এই ব্যবস্থা চালু হয়েছে। এই বইমেলার উদ্বোধন করবেন একসাথে ৩ জন। সাহিত্যিক তথা
ঝাড়গ্রামের সাংসদ কালিপদ সরেন, রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী
সন্ধ্যারানি টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তরের উদ্যোগে এই বইমেলা।
৪০তম পুরুলিয়া জেলা বইমেলাকে কেন্দ্র করে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। সেই প্রস্তুতিরই অঙ্গ হিসাবে শুক্রবার জেলা প্রশাসনের উদ্যোগে বইমেলার প্রচারমূলক ট্যাবলো ও টোটোর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হলো। জেলাশাসক কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির সূচনা করেন
জেলাশাসক সুধীর কোন্থাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সুদীপ পাল, অতিরিক্ত জেলাশাসক, (জেলা পরিষদ) রবি আগরওয়াল, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) উৎকর্ষ সিং, অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি) সংস্কার পাটিল যোগেশ অশোকরাও, জেলা গ্রন্থাগার আধিকারিক মার্শাল টুডু-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। সকলেই একযোগে এই উদ্যোগকে সাধুবাদ জানান।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী এক সপ্তাহ ধরে এই ট্যাবলো ও টোটো পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লক ও পুরসভা এলাকায় ঘুরে বইমেলার প্রচার চালাবে। এর মাধ্যমে গ্রাম থেকে শহর—সব স্তরের মানুষের কাছে বইমেলার বার্তা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।










Post Comment