insta logo
Loading ...
×

শহরেই তিন মাস মিলছে না রেশন!

শহরেই তিন মাস মিলছে না রেশন!

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া: টানা তিন মাস মিলছে না রেশন।বিক্ষোভে ফেটে পড়লেন মানুষজন। বুধবার পুরুলিয়া শহরের ২০ নম্বর ওয়ার্ডের আমলা পাড়া এলাকার ঘটনা। ছড়ায় চাঞ্চল্য। সদর থানার পুলিশ পরিস্থিতি সামলায়।এলাকার গ্রাহকদের অভিযোগ, প্রতি বার বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ নেওয়া হয়। কিন্তু রেশন পাওয়া যায় না। বুধবার আমরা রেশন নিতে গেলে ডিলার ফিরিয়ে দেন। ফলে বাধ্য হয়ে বিক্ষোভ দেখাই। খাদ্য ও সরবরাহ দপ্তরের মহকুমা খাদ্য নিয়ামক অরুণ সাউ বলেন, “ওই রেশন ডিলারের বিরুদ্ধে বিধি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।”

Post Comment