insta logo
Loading ...
×

বালি বিক্ষোভ আড়শায়

বালি বিক্ষোভ আড়শায়

দেবীলাল মাহাত, আড়শা:

বিনা রয়্যালটিতে সাধারন গরিব মানুষকে নদী থেকে বালি তুলতে দিতে হবে। অবৈধ ভাবে বালি পাচার বন্ধ করতে হবে সম্পূর্ণ রূপে। জমি সংক্রান্ত মিউটেশনের নামে সাধারণ মানুষকে হয়রানি করা চলবে না। এমন সব দাবি নিয়ে সোমবার আড়শা ব্লকের বিডিও অফিস ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন দিল আড়শা থানা নাগরিক উন্নয়ন কমিটি। তাদের দাবি ভূমি সংস্কার অফিসে দালাল চক্র ভাঙ্গতে হবে। গরিব মানুষকে পাট্টা দেওয়াই শুধু নয় সেই পাট্টা নিয়ম মেনে করতে হবে রেকর্ড ভুক্ত। এদিন সিরকাবাদ জল ট্যাঙ্কি থেকে শুরু করে বিডিও অফিস পর্যন্ত ব্যানার সহ মিছিল করা হয়। মিছিল শেষে ডেপুটেশন দেন কমিটির সদস্যরা। আড়শা থানা নাগরিক উন্নয়ন কমিটির সদস্য সাগর আচার্য্য, অনাদী কুমার জানান, “কুড়ি দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে।দ্রুত সমস্যাগুলির সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামব।”

Post Comment