insta logo
Loading ...
×

পেহেলগাঁও হত্যাকাণ্ডে প্রতিবাদী পুরুলিয়া

পেহেলগাঁও হত্যাকাণ্ডে প্রতিবাদী পুরুলিয়া

পুরুলিয়া মিরর ডিজিটাল ডেস্ক :

কাশ্মিরের পেহেলগাঁও বেড়াতে গিয়ে জঙ্গিদের গুলিতে বেঘোরে প্রাণ হারিয়েছেন হিন্দু পর্যটকেরা। গোটা দেশের পাশাপাশি শোকস্তব্ধ পুরুলিয়াও। মৃতদের শ্রদ্ধাঞ্জলি জানাতে পুরুলিয়া শহরে আয়োজিত হয় মৌন মিছিল। পুরুলিয়া ইউনিয়ন ক্লাবের উদ্যোগে রবিবার সন্ধ্যায় পুরুলিয়া জুবিলি ময়দান থেকে ওই মৌন মিছিল শুরু হয়। পুরুলিয়া পোস্টঅফিস মোড় এলাকা হয়ে পুনরায় জুবিলি ময়দানে এসে শেষ হয় মিছিলটি। পোস্ট অফিস মোড়ে প্রদীপ মোমবাতি রেখে মৃত পর্যটকদের স্মরণ করা হয়। ঘটনায় অপরাধীদের চরমতম শাস্তির দাবি ওঠে।

ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক তপন উপাধ্যায় বলেন, “অত্যন্ত শোচনীয় বিপর্যয়। এর প্রতিবাদে ক্লাবের সভ্যরা মিলে এই কর্মসূচি গ্রহণ করেছি।”

বরাবাজার

কাশ্মিরের পেহেলগাঁওতে ঘটে যাওয়া নারকীয় ঘটনার পাশাপাশি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধর্মান্ধদের দ্বারা হিন্দুদের উপর বর্বরোচিত আক্রমণ ও হত্যার প্রতিবাদে মশাল মিছিল করা হয় মানবাজার নাগরিকবৃন্দের পক্ষ থেকে। রবিবার মানবাজার কিষাণ মান্ডি থেকে শুরু হয় এই মিছিল সারা শহর পরিক্রমা করে মানবাজার পোস্ট অফিস মোড়ে শেষ হয়। এই মিছিলে জঙ্গিদের প্রতীকি ও পাকিস্তানের পতাকা পোড়ানো হয়।

মানবাজার নামোপাড়ার বাসিন্দা অমিত চক্রবর্তী বলেন , “যেভাবে বেছে বেছে হিন্দুদের ওপর অত্যাচার চলছে তাতে আমরা হিন্দুরা ঐক্যবদ্ধ হতে প্রতিজ্ঞা করছি।”

মানবাজার

এদিনই সন্ধ্যায় কাশ্মির থেকে মুর্শিদাবাদ সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হল মানবাজার নিউ শিল্পী মহলের পক্ষ থেকে। মানবাজার পোস্ট অফিস মোড়ে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

জঙ্গি হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় শোকসভা আয়োজিত হয় বরাবাজার চকবাজার মোড়ে। নিহতদের আত্মার শান্তি কামনায় জাতীয় সংগীতের গাওয়া হয়। বরাবাজারে চকবাজার মোড়ে প্রদীপ ও মোমবাতি জ্বালানো হয়। এরই পাশাপাশি বরাবাজারের জামা মসজিদের তরফ থেকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করা হয় ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করা হয়।

জয়পুর

বরাবাজার জামে মসজিদের পক্ষে মহম্মদ মোজাব্বির খান বলেন, “আমরা আল্লার কাছে পেহেলগাঁওয়ে জঙ্গিদের হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করছি। সরকারের কাছে আবেদন, এই জঙ্গিদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক।”

বরাবাজারের বাসিন্দা চন্দন সিংহ মল্ল বলেন, “যে ছাব্বিশজন ভারতীয়র প্রাণ গেছে তাঁদের আত্মার শান্তি কামনা করে এই মিছিল আয়োজিত হয়েছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বরাবাজারের সকল শ্রেণির মানুষ এই মিছিলে সামিল হন।”

জয়পুরে রবিবার সন্ধ্যায় হিন্দু সুরক্ষা মঞ্চ ও যশ অ্যাকাডেমির পক্ষ থেকে আয়োজিত হয় একটি মোমবাতি মিছিল।

Post Comment