নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :
এবার কাণ্ড বান্দোয়ানে। তালা কাণ্ড।
আবাস যোজনার তালিকা থেকে যোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া হয়েছে অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার মহিলারা। তাঁদের সঙ্গ দিলেন পুরুষরাও। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের কুচিয়া গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, কুচিয়া গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের প্রচুর সংখ্যক মানুষের নাম আবাস যোজনা প্রকল্পের তালিকা থেকে বাদ গেছে। আরও অভিযোগ, এর আগে দু-দুবার আবাস যোজনা প্রকল্পের সমীক্ষার পরও তালিকায় নাম ছিল তাদের। সমীক্ষাও হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে তাদের নাম বাদ পড়ল। কী ভাবে তাদের নাম তালিকা থেকে বাদ পড়লো এই প্রশ্ন নিয়ে এদিন প্রায় দু ঘন্টারও বেশি সময় পঞ্চায়েত অফিস তালা বন্ধ করে বিক্ষোভ দেখান তারা। ঘটনাস্থলে এসে পৌঁছায় বান্দোয়ান থানার বিশাল পুলিশ বাহিনী। আসেন বান্দোয়ান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রুদ্রাশিস ব্যানার্জিও। পুলিশ বাহিনী এমনকি বিডিও সাহেবকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী। পরে বান্দোয়ান ব্লকের বিডিও এবং বান্দোয়ান থানার পুলিশের বোঝানোর পর পঞ্চায়েতের তালা খুলে দেন বাসিন্দারা। তাঁদের কথায়, বিডিও সাহেব আশ্বাস দিয়েছেন যে, তাদের প্রত্যেকের অভিযোগ খতিয়ে দেখা হবে, এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আশ্বাস পেয়ে তালা খুলে দিয়েছেন তারা।
Post Comment