নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বড় পাঞ্জনিয়া শিব মন্দির চত্বর পরিণত হলো ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক চেতনায় পূর্ণ এক জমায়েতে। কলাবনী আঞ্চলিক একত্রিত মহিলা সমিতির উদ্যোগে এবং বড় পাঞ্জনিয়া ষোলোআনা দিগরের সহযোগিতায় পালিত হলো বীরসা মুন্ডার জন্মজয়ন্তী ও প্রতিবাদী সভা।
অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রিত ছিল পুরুলিয়া বিজ্ঞান মঞ্চের মহিলা শাখা ‘মাদাম কুরি’। দুপুর দেড়টা থেকেই শুরু হয় অনুষ্ঠান, যার সূচনা হয় র্যালির মাধ্যমে। পাহাড়, জল, জঙ্গল রক্ষার বার্তা নিয়ে গ্রামের মহিলাদের পাশাপাশি বিজ্ঞান মঞ্চের সদস্যরাও এই পথে হেঁটে প্রতিবাদের আওয়াজ তোলেন।
অনুষ্ঠানের উদ্বোধন হয় মাদার কুরীর সদস্যাদের পরিবেশনায় এক অনুপ্রেরণামূলক সাংস্কৃতিক সংগীতের মধ্য দিয়ে। গ্রামের প্রায় শতাধিক মহিলা তাদের গ্রামে বিজ্ঞান মঞ্চের একটি নতুন ইউনিট খোলার দাবি জানান। অনুষ্ঠানে উপস্থিত থাকা মহিলাদের সঙ্গে একমাত্র পুরুষ প্রতিনিধি ছিলেন বিজ্ঞান মঞ্চের জেলা সহ-সম্পাদক সঞ্জয় অধিকারী।
সমাজসচেতন ও পরিবেশ রক্ষার বার্তা বহনকারী এই অনুষ্ঠানটি বহুমুখী চিন্তাধারার এক মিলনস্থল হয়ে উঠলো।











Post Comment