insta logo
Loading ...

নদী বাঁচাও-পরিবেশ বাঁচাও” দাবিতে প্রতিবাদ মিছিল

নদী বাঁচাও-পরিবেশ বাঁচাও” দাবিতে প্রতিবাদ মিছিল

অমরেশ দত্ত, মানবাজার:

বালির দাম নিয়ন্ত্রণে রাখতে হবে এই দাবিতে মানবাজার ১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দিয়ে মিছিল ও পথ সভা করলো বালি বাঁচাও, নদী বাঁচাও মানবাজার ব্লক যৌথ সমন্বয় কমিটি।বৃহস্পতিবার বিকেলে মানবাজার হাসপাতাল মোড় থেকে মিছিল শুরু হয়। পাশাপাশি এদিন সিটু, সারা ভারত কৃষক সভা, খেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে বিডিওর কাছে এই বিষয়ে লিখিত দাবি দাওয়া সম্মিলিত স্মারকলিপি দেওয়া হয়। বালির দাম ন্যূনতম ২৫০০ টাকা করা, নদীগর্ভে মেশিন দিয়ে বালি তোলা যাবে না সহ একাধিক দাবি তুলে ধরা হয়। এবিষয়ে মানবাজার ১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর বলেন, আলোচনা হয়েছে, দাবিগুলি কর্তৃপক্ষকে জানানো হবে।

Post Comment