insta logo
Loading ...
×

আবাস প্লাসের তালিকা নিয়ে লাগদা গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ

আবাস প্লাসের তালিকা নিয়ে লাগদা গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:

আবাস প্লাস তালিকা যাচাইকরনে অসন্তোষ এবার পুরুলিয়া ১ ব্লকের লাগদা গ্রাম পঞ্চায়েতে। বুধবার ওই পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। তাদের ক্ষোভ, বাড়ির জন্য বারবার তারা পঞ্চায়েত থেকে ব্লক অফিসে গিয়েছেন। আবেদন করেছেন। কিন্তু তালিকায় নাম ওঠেনি। এই গ্রাম পঞ্চায়েতের বেলকুড়ি ও চাকড়া দুটি গ্রামের মোট যোগ্য ২৭৩ জনের আবাস প্লাস তালিকায় নাম নেই। এদিন তারাই পঞ্চায়েতে গিয়ে বিক্ষোভ দেখান। ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান ময়ূরবাহন ঘোষাল বলেন, ” আমরা এই বিষয়ে কিছু বলতে পারব না। প্রশাসন সমস্ত কিছু করছে। পঞ্চায়েত কিছু জানে না। অথচ পঞ্চায়েত কার্যালয়ে জনপ্রতিনিধিদের ওপর চাপ এসে পড়ছে । এই বিষয়টি প্রশাসনকে দেখতে হবে। ” পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) রানা বিশ্বাস বলেন, ” সমীক্ষার মাধ্যমে যে যাচাইকরনের কাজ চলছে সেখানে নতুন করে সংযোজনের কোন বিষয় নেই। সংযোজনের বিষয়টি আমাদের এক্তিয়ারভুক্ত নয়। আবাস প্লাস অপেক্ষমান তালিকা সঠিক আছে কিনা তা যাচাইকরনের কাজ চলছে। “

এদিকে বুধবার রাজ্য জুড়ে জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছেন, তালিকা যাচাইকরনের কাজ সহানুভূতির সঙ্গে করতে হবে। ওই তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছে তার পুনর্মূল্যায়নেরও নির্দেশ দেওয়া হয় জেলাশাসকদের।

চলতি মাসের ২১ অক্টোবর থেকে শুরু হওয়া যাচাইকরনের কাজ অক্টোবর ৩১ তারিখের মধ্যে শেষ করার কথা ছিল। এই জেলায় আবাস প্লাসের তালিকা অনুযায়ী ১ লক্ষ ১৮ হাজার ৬০০ জনের বাড়ি গিয়ে সমীক্ষা করার কথা। এছাড়া সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে বাড়ির জন্য যারা আবেদন করেছিলেন সেই তালিকারও প্রায় ৪ হাজার উপভোক্তারও যাচাইকরনের কাজ হবে। সেই সঙ্গে সাম্প্রতিককালে বন্যা পরিস্থিতিতে বা রেমাল ঘূর্ণিঝড়ে যাদের বাড়ি ভেঙে গিয়েছে সেই বিষয়টিও সমীক্ষা চালাবে প্রশাসন। এই কাজ শেষ হতে পূর্ব ঘোষণা অনুযায়ী একদিন দেরি রয়েছে। তবে জঙ্গলমহল পুরুলিয়ায় এই যাচাইকরনের কাজ সামান্য পিছিয়ে রয়েছে। বুধবার পর্যন্ত এই জেলায় ১ লক্ষ ৮ হাজার ৪৮৩ জনের যাচাইকরণ হয়। বাকি কাজ চলতে থাকবে।

২০২২-২৩ সাল থেকেই রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ পুরোপুরি বন্ধ। এই প্রকল্পে কেন্দ্র কোন অর্থ পাঠাচ্ছে না। ফলে রাজ্য সরকারের তরফে ঘোষনা করা হয় নিজস্ব তহবিল থেকে তারা বাংলার মানুষকে বাড়ি তৈরির জন্য টাকা দেবেন। আগামী ডিসেম্বর মাসে উপভোক্তাদের ব্যাংক একাউন্টে এই টাকা পৌঁছে যাবে। সেই কারণেই আবাস প্লাস অপেক্ষমান তালিকার যাচাইকরণের কাজ শুরু হয় সমগ্র রাজ্য জুড়ে। আর এই কাজে বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা, পুরুলিয়া ১ নম্বর ব্লকের সোনাইজুড়ি, লাগদা গ্রাম পঞ্চায়েত ও মানবাজার এক ব্লক কার্যালয়ে বিক্ষোভ দেখান আবার প্লাস তালিকায় নাম না থাকা মানুষজন।

Post Comment