insta logo
Loading ...
×

পুরুলিয়া সদর হাসপাতালের বিভাগ স্থানান্তরে তীব্র প্রতিবাদ

পুরুলিয়া সদর হাসপাতালের বিভাগ স্থানান্তরে তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

পুরুলিয়া সদর হাসপাতাল থেকে শিশু ও স্ত্রীরোগ-প্রসূতি বিভাগ সহ জরুরি বিভাগ স্থানান্তরের সিদ্ধান্তে উত্তাল জেলাশহর। ‘পুরুলিয়া সদর হাসপাতাল বাঁচাও মঞ্চ’-এর পক্ষ থেকে শনিবার দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে প্রতিবাদ জানানো হয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, পুরুলিয়া শহর তথা জেলার প্রায় দেড় লক্ষ মানুষ পুরুলিয়া সদর হাসপাতালের পরিষেবার উপর নির্ভরশীল। নতুন করে বিভিন্ন বিভাগ স্থানান্তরিত হলে সাধারণ মানুষ বিপাকে পড়বেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, পুরুলিয়া সদর হাসপাতাল থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে দেবেন মাহাত মেডিকেল কলেজ হাসপাতালের হাতোয়াড়া ক্যাম্পাস অবস্থিত। দূরত্বের কারণে বিশেষ করে জরুরি অবস্থায় রোগী পরিবহনে সময় লাগবে, যা অনেকের জীবনের ঝুঁকি বাড়াবে।

‘বাঁচাও মঞ্চ’-এর অভিযোগ, সদ্য স্থানান্তরিত হওয়া পুরুলিয়া সদর ক্যাম্পাসের বিভাগগুলির পরিকাঠামো ও মানবসম্পদ ঘাটতি রয়েছে। তাদের দাবি, সদর হাসপাতাল জেলার মূল জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এবং বহু বছরের স্বাস্থ্য পরিকাঠামো সেখানে গড়ে উঠেছে। তাই কোনও বিভাগ স্থানান্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পুরনো অবস্থায় ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে। জেলার ১৪টি ব্লক এবং দুটি পুরসভা এলাকার একমাত্র রেফারেল হাসপাতাল ছিলো এটিই। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, সিদ্ধান্ত প্রত্যাহার না হলে পুরুলিয়াবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।

Post Comment