বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :
সিঁড়ি ভেঙে তাদের উঠতে হয়েছে তিন তলা। ভাঙতে হয়েছে তালা। সিসিটিভির পাহারা আর কড়া নজরদারি যেথা থাকে, সেখানে এত ঝুঁকি নিয়ে এত পরিশ্রম করে শেষে হাজার কয়েকের একটা প্রিন্টার চুরি! বিষয়টা ঠিক হজম হচ্ছে না। ডাল মে কুছ তো কালা হ্যায়।
দিন কয়েক আগে ম্যাজিস্ট্রেটের আবাসনে চুরি। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতে চোরের নজর পড়ল একেবারে পুরুলিয়া জেলা প্রশাসক ভবনে ! তিনতলার উৎকর্ষ বাংলা বিভাগে কার্যালয়ের দরজার তালা ভেঙে প্রিন্টার নিয়ে পালালো চোর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার প্রশাসনিক মহলে। গত ২৮ অক্টোবরের এই চুরির ঘটনায় বুধবার অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিদের বিরুদ্ধে পুরুলিয়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন জেলা প্রকল্প আধিকারিক অভিজিৎ ভট্টাচার্য্য। তদন্তে নেমেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। জানা গিয়েছে শনি রবি দুদিন ছুটির পর ২৮ অক্টোবর অর্থাৎ সোমবার কার্যালয়ে পৌঁছান সেখানকার কর্মীরা। সেখানে গিয়ে দেখা যায় ওই বিভাগের দরজা হাঁ করে খোলা। ভাঙা তালা অবশ্য সরিয়ে দেয়নি চোর। সেই ভাঙা তালা ঝুলছে দরজাতেই। তাহলে চুরি গেল কী? ভালো করি তলিয়ে ওই বিভাগের কর্মীরা দেখেন কম্পিউটারের একটি প্রিন্টার মেশিন লোপাট হয়ে গেছে।
ঘটনা ঘিরে উঠছে প্রশ্ন। কয়েক হাজার টাকা মূল্যের শুধু মাত্র একটা প্রিন্টার মেশিন চুরি করার জন্যই কি দুস্কৃতিরা সেখানে এত কষ্ট করে এসেছিল? ইতিমধ্যে কালী পুজোর ছুটি পড়ে যায়। ছুটির পর অফিস খুললে করা হয় অভিযোগ। গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদও করা হয়েছে বেশ কয়েকজনকে ।
Post Comment