insta logo
Loading ...
×

আবার মর্নিং প্রাইমারি?

আবার মর্নিং প্রাইমারি?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

জেলার কচিকাঁচা শিক্ষার্থীদের স্বার্থে ট্র‍্যাডিশন মেনে মর্নিং শিফটে চালানো হোক প্রাথমিক বিদ্যালয়গুলি। এমন দাবি নিয়ে পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রাজীব লোচন সরেনের সঙ্গে দেখা করলেন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা।

সেই বাম আমল থেকেই পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের রীতি ছিল এপ্রিল, মে ও জুন মাসে প্রাতঃ বিভাগে চলবে বিদ্যালয়গুলি। রাজ্যের উষ্ণতম জেলায় কচিকাঁচা শিক্ষার্থীদের দাবদাহ থেকে রক্ষা করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত বহাল ছিল তৃণমূল আমলেও। এবারই ব্যতিক্রম।

পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে বলেছে, সাত এপ্রিল সোমবার থেকে পুনরায় দিবা বিভাগ অর্থাৎ ডে শিফটে চলবে পুরুলিয়া জেলার প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলগুলি।

উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সহ সভাপতি, চন্দন চট্টোপাধ্যায় বলেন, “এই তুঘলকি সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। এই ভয়াবহ দাবদাহে মর্নিং সেশনে ক্লাস করাই ছোট ছোট ছেলেমেয়েদের জন্য শ্রেয়। চেয়ারম্যানকে সোমবার ডেপুটেশন দিচ্ছি আমরা। তিনিও সম্মত হয়েছেন।”

Post Comment