insta logo
Loading ...
×

অভয়া হত্যার বিচার চেয়ে চাপ আসছে, পুরুলিয়ায় কাজ বন্ধ করতে পারেন ডাক্তাররা

অভয়া হত্যার বিচার চেয়ে চাপ আসছে, পুরুলিয়ায় কাজ বন্ধ করতে পারেন ডাক্তাররা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : আর জি কর মেডিকেল কলেজে ট্রেনি চিকিৎসক অভয়ার নৃশংস মৃত্যুর প্রতিবাদে নেমে ডাক্তারদের ওপর আসছে চাপ। আর এই চাপ হয়তো পুরুলিয়াতেও বাধ্য করবে ডাক্তারদের কর্মবিরতিতে যেতে। ১২ ঘন্টার প্রতীকী অনশনে বসে রবিবার প্রশাসনকে কার্যত এই বার্তাই দিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বেঙ্গল স্টেট ব্রাঞ্চের পুরুলিয়া শাখার চিকিৎসকরা। সংগঠনের পক্ষে কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. পার্থ বন্দ্যোপাধ্যায় বলেন,”আমরা কখনই চাই না হাসপাতাল বন্ধ হয়ে যাক। কিন্তু বাধ্য হলে আমরা কাজকর্ম বন্ধ করে দেব।” চলতি বছরের ৯ আগস্ট কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসক ট্রেনিকে নৃশংস ভাবে হত্যা করা হয়। করা হয় ধর্ষণও। সুবিচার চেয়ে পথে নেমেছে নাগরিক সমাজ, আন্দোলনে চিকিৎসকেরাও৷ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত নিরাপত্তার দাবিতে কলকাতার ধর্মতলায় আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের পাশে থাকার বার্তা দিতেই প্রতীকী অনশন হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সকাল ৮টা থেকে শুরু হওয়া কর্মসূচি চলে রাত ৮ টা পর্যন্ত।

Post Comment