insta logo
Loading ...
×

৩৯ বর্ষে পুরুলিয়া জেলা বইমেলা

৩৯ বর্ষে পুরুলিয়া জেলা বইমেলা

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

বইমেলার প্রস্তুতি শুরু হয়েছে পুরুলিয়া জেলায়। ক্রিসমাস উৎসবের মধ্যেই চলতি মাসের ২৪ তারিখ থেকে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের মাঠে পুরুলিয়া বইমেলা শুরু হবে। চলবে ৩০ শে ডিসেম্বর পর্যন্ত। এবছর মেলার ৩৯ তম বর্ষ। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজিত হবে। জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা বিভাগ ও স্থানীয় গ্রন্থাগার কৃত্যকের আয়োজনে প্রতিবছর বইমেলা আয়োজিত হয়। এইবারেও বইমেলা ক্যাশলেস। গত ২ বছর ধরে এই উদ্যোগ নিয়েছে জনশিক্ষা প্রসার বিভাগ। পুরুলিয়ার দায়িত্বপ্রাপ্ত জেলা গ্রন্থাগার আধিকারিক মার্শাল টুডু বলেন, ” বইমেলার প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্বে l একেবারে শেষ মুহূর্তের কাজ চলছেl” সম্প্রতি পুরুলিয়া বইমেলা নিয়ে একটি বৈঠক হয়। ওই বৈঠকে ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো ও বইমেলা কমিটির সদস্য আদিবাসী শিক্ষক নেতা গুরুপদ টুডু।

Post Comment