insta logo
Loading ...
×

লাগাতার ধর্ষণে গর্ভবতী কিশোরী, শ্রীঘরে যুবক

লাগাতার ধর্ষণে গর্ভবতী কিশোরী, শ্রীঘরে যুবক

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

নাবালিকাকে ধর্ষণ! কিশোরী গর্ভবতী। ঝালদায় উঠল অভিযোগ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম নীতিশ মাহাত। বাড়ি ঝালদা থানার পুস্তি গ্রামে।
ঝালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে এক ব্যক্তি পুলিশকে জানান, সরলতার সুযোগ নিয়ে তার বছর ১৫ র মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করেছে অভিযুক্ত। বর্তমানে ওই কিশোরী প্রায় ৬ মাসের গর্ভবতী। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে পকসো আইনে একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার অভিযুক্ত যুবককে পুরুলিয়া জেলা আদালতের বিশেষ কোর্টে তোলা হলে তার ৩ দিনের পুলিশ হেফাজত হয়। অন্যদিকে নির্যাতিতা নাবালিকাকে একটি সরকারি হোমে পাঠানো হয়েছে।

Post Comment