insta logo
Loading ...
×

গর্ভবতী বধূ ‘খুন’, ধৃত স্বামী, দেওর

গর্ভবতী বধূ ‘খুন’, ধৃত স্বামী, দেওর

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর :

বধূ হত্যার অভিযোগে বধূর স্বামী ও দেওরকে গ্রেফতার করল কাশিপুর থানার পুলিশ। ধৃতদের নাম সুদর্শন বাউরি ও লাল্টু বাউরি।
পুলিশ সূত্রে জানা গেছে দু বছর আগে কাশিপুরের রাজড়া গ্রামের বাসিন্দা সুদর্শনের সঙ্গে এই থানারই গৌরাঙ্গডি গ্রামের রুমা বাউরির বিয়ে হয়। তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। বর্তমানে ওই বধূ আবার গর্ভবতী ছিলেন। গত বুধবার হঠাৎ পেট ব্যাথা নিয়ে কাশিপুরে কল্লোলী গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন তিনি। সেখান থেকে তাঁকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই বৃহস্পতিবার সকালে ওই বধূর মৃত্যু হয়। ম্যাজিস্ট্রেট পর্যায়ে সুরতহালের পর মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়না তদন্তে পাঠানো হয়।
শনিবার গৌরাঙ্গডি গ্রামের বাসিন্দা মন্টু বাউরি কাশিপুর থানায় জামাই ও মেয়ের শ্বশুর বাড়ির একাধিক জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে পুলিশকে জানিয়েছেন, ষড়যন্ত্র করে শ্বশুর বাড়ির লোকজন তার মেয়েকে খবরের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়েছে। ফলে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রুজু করে স্বামী সহ দুজনকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত চলছে। রবিবার ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে সুদর্শনের ৫ দিনের পুলিশ হেফাজত হয় এবং লাল্টুর ১৪ দিনের জেল হেফাজত হয়।

Post Comment