insta logo
Loading ...
×

এ কী কাণ্ড! খোদ প্রধান তালা ঝোলালেন পঞ্চায়েতে!

এ কী কাণ্ড! খোদ প্রধান তালা ঝোলালেন পঞ্চায়েতে!

তাপস কুইরি, অযোধ্যা(বাঘমুণ্ডি) :

প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষা শুরু হতেই পঞ্চায়েত অফিসে তালা। বিরোধীরা নয়, তালা ঝোলালেন খোদ প্রধান সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা ও তৃণমূলের নেতা কর্মীরা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বাঘমুণ্ডি ব্লকের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতে। বৃহস্পতিবার পঞ্চায়েত প্রধান সহ সদস্য-সদস্যারা পঞ্চায়েত অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান।
পঞ্চায়েত সুত্রে জানা গিয়েছে, রাজ্য আবাস যোজনার টাকা দেবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের ডিসেম্বর মাসেই সেই টাকা দেওয়ার কথা। সেই মতো সমীক্ষার কাজও শুরু হয়েছে পুরুলিয়া জেলাতে। জেলার সব পঞ্চায়েত এলাকাগুলিতেই সমীক্ষার কাজ চলছে। কারা বাড়ি পাওয়ার যোগ্য তা খতিয়ে দেখতে বাড়ি বাড়ি ঘুরে পঞ্চায়েত কর্মীরা সমীক্ষার কাজ শুরু করেছেন। বিক্ষোভকারীদের বক্তব্য, জনপ্রতিনিধিদের সাথে আবাসের সার্ভের ব্যাপারে কোনো আলোচনা না করেই পঞ্চায়েত কর্মীরা সার্ভে শুরু করেছেন। আবাসের তালিকাও তাদেরকে দিতে নারাজ পঞ্চায়েত কর্মীরা। এই ঘটনাকে ঘিরেই তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন পঞ্চায়েতের জনপ্রতিনিধি সহ তৃণমূলের নেতা কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি , তাদেরকে সঙ্গে নিয়ে হোক সমীক্ষার কাজ। দীর্ঘক্ষণ তালা ঝোলানো ছিল পঞ্চায়েতে। শেষে সমঝোতার মাধ্যমে এই বিক্ষোভ উঠে যায়। তালা খোলা হয় পঞ্চায়েতের।

Post Comment