নিজস্ব প্রতিনিধি, ঝালদা: নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর মৃত্যুর ঘটনায় তার বাড়িতে এসে পরিবারকে সমবেদনা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি। রবিবার বেশি রাতে পুরুলিয়ার ঝালদা পুর শহরে মৃত পূর্ণিমা কান্দুর বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি পূর্ণিমা দেবীর ছেলে- মেয়ের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, ” হাইকোর্টের নির্দেশে আমাদের কাউন্সিলার তপন কান্দু খুনের তদন্ত করেছে সিবিআই। যা এখন আদালতে বিচারাধীন। আমরা চাই পূর্ণিমা কান্দুর মৃত্যুর ঘটনাটিও সিবিআই এই ঘটনার সঙ্গে যুক্ত করুক। তবেই নিরপেক্ষ তদন্ত হবে। তার আগে আমরা ময়নাতদন্তের রিপোর্ট অবশ্যই দেখে নেব। ওই রিপোর্টের দিকেই আমরা তাকিয়ে রয়েছি।”
প্রদেশ কংগ্রেস সভাপতি প্রশ্ন তোলেন, বারবার কেন এই পরিবারের ওপর আঘাত নেমে আসছে? এবিষয়ে শাসক দলকে আক্রমণ করেন তিনি । যেভাবে ঝালদা পুর শহর তৃণমূল দখল করেছে তার নিন্দা করেন। দলের নেতা-কর্মী সহ এলাকার রাজনৈতিক মহলকে তিনি মনে করিয়ে দেন বাঘমুন্ডি এখনও কংগ্রেসের শক্ত ঘাঁটি। কিন্তু সেই শক্ত ঘাঁটিতে আঘাত আনতে চাইছে। এদিকে সোমবার সকাল পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট পায়নি পূর্ণিমা কান্দুর পরিবার। কিন্তু তার ভাইপো মিঠুন কান্দু তার কাকিমাকে স্লো পয়জন দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন। সেইসঙ্গে এই ঘটনায় আর্থিক লেনদেন রয়েছে বলেও সামনে আনেন। সবে মিলিয়ে পূর্ণিমা কান্দুর মৃত্যুতে রহস্য ক্রমেই বাড়ছে।
Post Comment