নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি : কারও হাতে হাঁড়ি, কারও হাতে বালতি। শয়ে শয়ে মহিলা দাঁড়িয়ে সড়কে৷ অবরুদ্ধ সড়ক৷ দাবি জলের।
জলের দূষণে ডায়রিয়া ছড়াচ্ছে পুরুলিয়ার বিভিন্ন ব্লকে। আর এই দুঃসময়ে টাইম কলের জলটুকুও পাচ্ছেন না সাঁতুড়ি থানার বালিতোড়া গ্রামের মানুষ। সেও এক-দুদিন নয় টানা দশ দিন টাইম কলের জল আসেনি এলাকায়। ফলে ক্ষুব্ধ বাসিন্দারা জলের দাবি তুলে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন। বুধবার দুপুর ১ টা থেকে সরবড়ি – মধুকুন্ডা সড়কে সাঁতুড়ি থানার বালিতোড়া গ্রামে অবরোধ শুরু করেন বাসিন্দারা। প্রায় দু ঘণ্টা চলে অবরোধ। আটকে পড়ে বহু ছোট – বড় গাড়ি। পরে সাঁতুড়ি থানার পুলিশ দ্রুত সমস্যার সমাধান হবে এই আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment