নিজস্ব প্রতিনিধি, ঝালদা: মহানবমীর রাতে শুক্রবার প্রয়াত হলেন ঝালদার নিহত কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু (৪২)। এই ঘটনায় শুধু পুর শহর ঝালদা নয় জেলার রাজনৈতিক মহলে নানান জল্পনা চলছে।
শুক্রবার রাত প্রায় পৌনে ১১ টা নাগাদ ঝালদা শহরের স্টেশন রোডের বাড়ি থেকে অচৈতন্য অবস্থায় পূর্ণিমাদেবীকে ঝালদা ১ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন | এই খবর পেয়ে দ্রুত ওই স্বাস্থ্য কেন্দ্রে আসেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো সহ দলীয় নেতৃত্ব। পূর্ণিমা দেবী ঝালদা শহরের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন। কংগ্রেস প্রতীকে জয়লাভ করেন।
২০২২ সালের ১৩ মার্চ বিকালে হাঁটতে বার হয়ে ঝালদা শহরের কাছে গোকুলনগরে আততায়ীদের গুলিতে নিহত হন তপন কান্দু। হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত করে সিবিআই। ওই কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা চার্জশিট দেওয়ার পর ওই মামলা এখন বিচারাধীন। কাউন্সিলার পূর্ণিমা কান্দুর মৃত্যু কি ভাবে হলো তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।

Post Comment