insta logo
Loading ...
×

নলকূপ খননকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা মানবাজারে

নলকূপ খননকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা মানবাজারে

নিজস্ব প্রতিনিধি, মানবাজার: নলকূপ খননকে কেন্দ্র করে রাজনৈতিক তরজায় সরগরম মানবাজার। মানবাজার ১ ব্লকের বারোমেস্যা-রামনগর গ্রাম পঞ্চায়েতের পাথরকাটা সংসদে নলকূপ খননকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি স্বরূপানন্দ সর্দার বলেন, “স্থানীয় বিজেপি নেতা প্রভাব খাটিয়ে রায়তি জায়গায় সরকারি নলকূপ খনন করেছেন। তাই লিখিতভাবে মানবাজার ১ ব্লকের বিডিওকে বিষয়টি জানিয়েছি।” মানবাজারে ১ ব্লক বিজেপির সাধারণ সম্পাদক কল্যাণ দাস জানান, “রায়তি জায়গাতে নলকূপ খনন করা হয়েছে ঠিকই। তবে জমির মালিক ওই জায়গাটি পঞ্চায়েতকে দান করতে ইচ্ছুক।” পঞ্চায়েত প্রধান পাপিয়া সিং সর্দার বলেন, “জনগণের সুবিধার্থে রাস্তা থেকে একটু দূরে নলকূপটি খনন করা হয়েছে”।যদিও মানবাজার ১ ব্লকের বিডিও দেবাশীষ ধর বলেন,
“লিখিত অভিযোগ পাইনি। তবুও বিষয়টি দেখা হচ্ছে।”

Post Comment