বিশ্বজিৎ সিং সর্দার , পুরুলিয়া :
‘আত্মরকষাকে লিয়ে’ জটায়ুর কাছে ছিল নেপালের জং বাহাদুর রানার কুকরি। আর নারীদের আত্মরক্ষার জন্য এলো প্রজেক্ট শক্তি। মাতৃপক্ষের সূচনার দিনে এই প্রকল্প চালু করল পুরুলিয়া জেলা পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে ৮ থেকে ১৬ বছর বয়সী মেয়েদের আত্মরক্ষার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে জেলার প্রতিটি থানায়। আজ বৃহস্পতিবার দেবীপক্ষের প্রথম দিন পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে এই প্রকল্পের সূচনা হলো জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায়ে হাত ধরে। তিনি বলেন , মাতৃপক্ষের সুচনাকালে নারী সুরক্ষায় পুরুলিয়া জেলা পুলিশ এই প্রকল্প সুচনা করলো। বিভিন্ন থানা এলাকায় আগামী দিনে এই প্রকল্প চলবে। মেয়েরা যাতে ছোট থেকেই নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারে সেই কারণেই এই প্রচেষ্টা। আত্মরক্ষা করার ক্ষমতা ছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস সুদৃঢ় করবে। এই প্রকল্পে অংশ নিতে আবেদন করতে হলে নিজ থানাতে যোগাযোগ করলেই থানার তরফ থেকে কী করণীয় তা তাদের বলে দেওয়া হবে।
ঝালদার এক ক্যারাটে প্রশিক্ষক রামকৃষ্ণ সাউ বলেন , শক্তি প্রকল্পের মধ্যে দিয়ে মেয়েরা প্রশিক্ষণ নিলে তারা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। তারা নিজেদের সুরক্ষা নিজেরাই করতে পারবে। যারা আর্থিক সমস্যার কারণে এই ধরনের ট্রেনিং নিতে পারে না তারা এবার থেকে বিনামূল্যে এই ট্রেনিং নিতে পারবে। জেলা পুলিশের এই উদ্যোগে তারা খুবই খুশি জানালো ছাত্রীরা। তারা বলেছে, প্রজেক্ট শক্তির ফলে আগামী দিনে তাদের অনেকটাই উপকার হবে। সুরক্ষায় পুরুলিয়া জেলা পুলিশের সহায় অ্যাপ ইতিমধ্যে জেলাবাসীর ভরসার অন্যতম জায়গা হয়ে উঠেছে। আর এবার এই শক্তি প্রকল্প নারী সুরক্ষার অন্যতম কান্ডারী হয়ে উঠবে, এমনটাই মনে করা হচ্ছে।
দেখুন ভিডিও
Post Comment