insta logo
Loading ...
×

ফেরার অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

ফেরার অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

নিজস্ব প্রতিনিধি, পাড়া

আদালতের নির্দেশে ফেরার অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। পুলিশের ওপর হাতুড়ি নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল অভিযুক্ত ও তার পরিবারের বিরুদ্ধে। এই ঘটনায় পলাতক অভিযুক্তকে গ্রেফতার করেছে পাড়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম অসীম চক্রবর্তী। বাড়ি পাড়া থানার বাসুদেবপুর গ্রামে। শুক্রবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারকের নির্দেশে তার ২ দিনের পুলিশ হেফাজত হয়। পুলিশ জানিয়েছে, পুরোনো একটি মারধরের মামলায় অসীমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে পাড়া থানার আনাড়া ফাঁড়ির ইনচার্জ স্নেহাশীষ মণ্ডলের নেতৃত্ত্বে পুলিশের একটি দল অভিযুক্তের বাড়িতে পৌঁছায়। পুলিশের দাবি, সেই সময় অভিযুক্ত ব্যক্তি এবং তার পরিবার পুলিশের ওপর হামলা চালায়। ছিঁড়ে দেওয়া হয় উর্দি। যদিও পরে অসীমকে গ্রেফতার করে পুলিশ। তবে অন্যান্য অভিযুক্তরা পালিয়ে যায়। এই ঘটনায় চার অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পাড়া থানার পুলিশ।

Post Comment