insta logo
Loading ...
×

জেলাজুড়ে পুলিশে ফের দফায় দফায় বদলি

জেলাজুড়ে পুলিশে ফের দফায় দফায় বদলি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

জেলাজুড়ে পুলিশে ফের দফায় দফায় বদলি। বৃহস্পতিবার রাতের মধ্যেই নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ পেলেন পুরুলিয়া জেলা পুলিশের ১৭ জন আধিকারিক–কর্মীর। তালিকায় আছেন একাধিক থানার ওসি।

কেন্দা থানার ওসি শুভজিত নন্দীকে পাঠানো হয়েছে সুইসা আউটপোস্টের ইনচার্জ হিসেবে। ঝালদা থানার এসআই গৌতম বাঙ্গাল যাচ্ছেন পুরুলিয়া টাউন থানা। বাঘমুন্ডির ওসি অঞ্জন বিশ্বাসকে নিয়ে যাওয়া হচ্ছে পুরুলিয়া টাউন থানায়। আবার বাঘমুন্ডি থানা থেকেই এসআই গোকুল রুহিদাসকে পাঠানো হয়েছে পুরুলিয়া মফস্বলে।

পুরুলিয়া মফস্বল থানার এসআই বাসুদেব আচার্য এবার দায়িত্ব নেবেন বাঘমুন্ডি থানার। বোরো থানার ওসি বাপন মণ্ডল চলে যাচ্ছেন কেন্দা থানার ওসি হয়ে। আড়শা থানার ওসি বিশ্বজিৎ সরকারকে হুড়া থানার ওসি পদে পাঠানো হয়েছে।

বাঘমুন্ডি থানার এএসআই দীপক দাস যাচ্ছেন পুরুলিয়া মফস্বল থানায়। ভোজুডি কোল ওয়াশারির ইন চার্জ হাবিবুর রহমান যাচ্ছেন বাগলতা আইসি-র ইনচার্জ হয়ে। তাঁর স্থলে আসছেন বাগলতা আইসি-র ইনচার্জ সঞ্জয় দিগার।

এ ছাড়া একাধিক লাইন অফিসারকেও বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। লাইন থেকে এসআই প্রদ্যোত বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সদর কোর্ট পিএলএ-তে, পার্থ প্রতিম ঘোষ মানবাজার থানায়, রামচন্দ্র পাল ঝালদা থানায়। প্রবেশনার সাব ইন্সপেক্টর মহেন্দ্র সরদার যাচ্ছেন নিতুড়িয়া।

লাইন থেকে এএসআই রাজকুমার গোস্বামী যাচ্ছেন আড়শা থানা। এএসআই কাজল বাউড়িকে পাঠানো হয়েছে বাঘমুন্ডি থানা। বাঘমুন্ডি থানার কনস্টেবল রাজকুমার মাহাতোকে পাঠানো হয়েছে পুরুলিয়া পুলিশ লাইনে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জারি করা নির্দেশে স্পষ্ট বলা হয়েছে—বদলির পর এই রাতেই (২৭ নভেম্বর) নতুন জায়গায় গিয়ে যোগ দিতে হবে সংশ্লিষ্টদের এবং রিপোর্ট পাঠাতে হবে সদর দফতরে।

Post Comment