নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
ফের বেআইনি ভাবে বালি পাচার রুখল পুলিশ। পৃথক দুটি ঘটনায় বালি পাচার করার সময় দুটি ট্রাক্টর বাজেয়াপ্ত করল পুরুলিয়ার ঝালদা ও আড়শা থানার পুলিশ। আড়শার ঘটনায় চালক পালিয়ে যায়। অন্যদিকে চালককে গ্রেফতার করেছে ঝালদা থানার পুলিশ। ধৃতর নাম লখিন্দর কুমার। কোটশিলা থানার ডিমু গ্রামে তার বাড়ি। মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।
সোমবার রাতে মাধবপুর রাস্তা দিয়ে বালি বোঝাই করে একটি ট্রাক্টর ঝালদা থানার পাট ঝালদার দিকে যাচ্ছিল। ঝালদা থানার পুলিশের একটি দল ৯০ সি এফ টি বালি বোঝাই ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে।গ্রেফতার করে চালককে। অন্যদিকে আড়শা থানার হেঁটগুগুই গ্রাম দিয়ে বালি বোঝাই একটি ট্রাক্টর যাওয়ার সময় পুলিশ সেটিকে তাড়া করে ধরে ফেলে। উভয় ঘটনাতেই স্যুয়োমোটো মামলা রুজু করেছে পুলিশ।










Post Comment