নিজস্ব প্রতিনিধি, হুড়া : ফের গরু বোঝাই পিক আপ ভ্যান আটক করল হুড়া থানার পুলিশ। পিকআপ ভ্যানে প্রায় ১২টি গরু ছিল বলে জানা গিয়েছে। চালক সহ দু-জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শান্তি মন্ডল ও শেখ আব্বাস, বাড়ি হুড়া থানার দোপাহাড়ি এবং আরসাগোড়া গ্রামে। সোমবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
রবিবার বিকেলে পুরুলিয়া – বাঁকুড়া ৬০-নং জাতীয় সড়ক ধরে পুরুলিয়া থেকে বাঁকুড়ার দিকে গরু বোঝাই ওই পিকআপ ভ্যানটি যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে হুড়া থানার পুলিশের একটি দল রখেড়া এলাকায় একটি হোটেলের সামনে থেকে ওই গাড়িটিকে আটক করে। নথি ছাড়া ছোট্ট পিক আপ ভ্যানে বোঝাই করে গরু পরিবহনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে হুড়া থানার পুলিশ। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment