নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া :
আচমকা তল্লাশি রাজ্যে সড়কে।ট্রাফিক আইন মেনে চললে যাবে দুর্ঘটনা এড়ানো। এই লক্ষ্যে আচমকা তল্লাশি বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়া – বরাকর ৫ রাজ্য সড়কে নিতুড়িয়া থানার সুভাষ মোড়ে। পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক রোহেদ শেখের উপস্থিতিতে এই বিশেষ রেইডে জরিমানা করা হয়েছে তিরিশ জন চালককে। দ্রুত এবং বেপরোয়া ভাবে গাড়ি বা বাইক চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকা, গাড়ির নথি পত্র ছাড়াও মোটরগাড়ি চালানো — এই সব আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ছিল এই বিশেষ অভিযান।

মহকুমা পুলিশ আধিকারিক ছাড়াও ঘটনাস্থলে ছিলেন নিতুড়িয়া থানার ওসি সুকুমার হোতা সহ বিশাল পুলিশ বাহিনী। বৃহস্পতিবার প্রাকৃতিক দুর্যোগের ফলে মাত্র দু ঘণ্টা চলে তল্লাশি বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রায় পঁচিশ হাজার টাকা জরিমানা ধার্য্য হয়েছে।
Post Comment