নিজস্ব প্রতিনিধি , ঝালদা : জুয়ার আসরে হানা দিয়ে ঝাড়খণ্ডের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পুরুলিয়ার ঝালদা থানার তুলিনের কুশি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম রামজীবন মাহাতো (৪৫)। বাড়ি পড়শি রাজ্যে ঝাড়খণ্ডের রাঁচি জেলার বুন্ডু থানার পরমডি গ্রামে। সোমবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে , রবিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে গ্রেফতার হয়েছে ওই ব্যক্তি। তাদের কাছে খবর আসে কুশি রেলগেটের অদূরে একটি জুয়ার আসর বসেছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় তুলিন ফাঁড়ির পুলিশ। তারা হানা দেওয়ার পর কয়েকজন সেখান থেকে পালিয়ে গেলেও রামজীবন আটকে পড়ে আর তাকেই গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে প্লাস্টিক, এক পাশা, একটি প্লাস্টিকের ডাব্বা সহ কিছু নগদ টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ঝালদা থানার পুলিশ। ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
Post Comment