নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
জুয়ার আসরে আচমকা হানা। তিনজনকে গ্রেফতার করল পুরুলিয়ার ঝালদা থানার পুলিশ। ধৃতরা ঝালদার হুসেনডির বাসিন্দা সেখ আশিকি, বাগানডির বাসিন্দা সেখ নাজিমুদ্দিন ও সেখ কেয়ামুদ্দিন।
বৃহস্পতিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল হুসেনডি কবরস্থান সংলগ্ন এলাকায় হানা দেয়। পুলিশের দাবি সেখানে কয়েকজন যুবক জুয়ার আসর বসিয়েছিল। জুয়ার বেশ কিছু সামগ্রী উদ্ধার করে এই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ঝালদা থানার পুলিশ।
শুক্রবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়।
Post Comment