insta logo
Loading ...
×

মদ বেচে গ্রেফতার অষ্টবসু

মদ বেচে গ্রেফতার অষ্টবসু

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

এক, দুই নয়, একেবারে ৮ জন। যেন আটে অষ্টবসু। অভিযোগ প্রত্যেকে বেচছিলেন বেআইনি মদ। আর সেই অবৈধ মদের বিরুদ্ধে জেলা জুড়ে অভিযান চালিয়ে এই ৮ কারবারিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৭ টি থানায় ৮ টি আলাদা আলাদা মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার পুরুলিয়া এবং রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে ধৃতদের ১৪ দিনের জেল হেফাজত হয়।
পুরুলিয়া মফস্বল ,বলরামপুর, বান্দোয়ান, বরাবাজার, ঝালদা, নিতুড়িয়া এবং সাঁতুড়ি থানার পুলিশ সোমবার রাতে জেলার বিভিন্ন প্রান্তে রুখতে হানা দেয় । সূত্র ছিল গোপনে পাওয়া খবর। আর তাতে অভিযুক্তদের বাড়ি, দোকান ,হোটেলে হানা দিয়ে মোট লিটার লিটার চোলাই এবং ১১৪ বোতল দেশি মদ উদ্ধার করে পুলিশ। লাইসেন্স ছাড়া মদ বেচার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

Post Comment