insta logo
Loading ...
×

ফের বালি পাচার রুখল পুলিশ

ফের বালি পাচার রুখল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ফের বালি পাচার রুখল পুলিশ। কংসাবতী নদী থেকে বেআইনি ভাবে তোলা হয়েছিল বালি। কিন্তু পাচার হওয়ার আগেই দুটি বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে পুরুলিয়া মফস্বল থানার পলাশকোলা সড়কে। টহল চালানোর সময় পুলিশ ওই দুটি ট্রাক্টরকে দেখতে পায়। অন্যদিকে পুলিশকে দেখতে পেয়ে ট্রাক্টর থামিয়ে পালিয়ে যায়। আটক করা ট্রাক্টরগুলির মালিক ও চালকদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

Post Comment