নিজস্ব প্রতিনিধি, জয়পুর :
ফের বেআইনি বালি পাচার রুখল পুলিশ। ঘটনা জয়পুরে। শনিবার জয়পুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রাঁচি পুরুলিয়া রাজ্য সড়কে কিষন মান্ডির কাছ থেকে বালি ভর্তি একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করে। দূর থেকে পুলিশ দেখে ট্রাক্টর ছেড়ে চালক পালায় বলে অভিযোগ। ট্রাক্টরের মালিক ও চালকের বিরুদ্ধে সুয়োমোটো মামলা রুজু করেছে পুলিশ।
Post Comment