insta logo
Loading ...
×

গরু পাচার রুখল পুলিশ

গরু পাচার রুখল পুলিশ

নিজস্ব প্রতিনিধি , পুঞ্চা:

ফের পাচারের রুখে গরু বোঝাই একটি পিক আপ ভ্যান আটক করল পুরুলিয়ার পুঞ্চা থানার পুলিশ।বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি।
শুক্রবার বিকেলে গোপন সূত্রে পুঞ্চা থানার পুলিশ খবর পায় যে বেআইনি ভাবে একটি পিক আপ ভ্যানে একাধিক গরু চাপিয়ে কেন্দার দিক থেকে নিয়ে আসা হচ্ছে। পুলিশের একটি দল কৈড়া মোড়ে পৌঁছায়। অভিযোগ পুলিশকে দেখে গাড়ি ফেলে পালিয়ে যায় গাড়ির চালক। পুলিশ জানিয়েছে গাড়িতে চারটি গাভি ও চারটি গরু ছিল। গবাদি পশু পরিবহনের কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যায় উদ্ধার হওয়া গরুগুলি একজন জিম্মাদারের হাতে তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। গাড়ির চালক ও মালিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করেছে পুঞ্চা থানার পুলিশ।

Post Comment