insta logo
Loading ...
×

গরু পাচার রুখল পুলিশ

গরু পাচার রুখল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, হুড়া:

ফের গবাদি পশু পাচার রুখল পুরুলিয়ার হুড়া থানার পুলিশ। পিক আপ ভ্যান সহ ৬ টি গবাদি পশু আটক করল তারা। ৬ টি গবাদি পশুর মধ্যে রয়েছে চারটি মহিষ এবং দুটি গরু।মঙ্গলবার দুপুরে পুরুলিয়া – বাঁকুড়া ৬০ এ জাতীয় সড়ক ধরে পুরুলিয়ার দিক থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল ওই পিক আপ ভ্যানটি। পুলিশ ধাওয়া করছে দেখে হুড়া ‘পথের সাথি’র কাছে গাড়িটি থামিয়ে চালক ও অন্যান্যরা পালিয়ে যায়। পিক আপ ভ্যানের চালক ও মালিকের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে নেমেছে পুরুলিয়ার হুড়া থানার পুলিশ।

Post Comment