insta logo
Loading ...
×

অবৈধ মদ কাণ্ডে ধুন্ধুমার কেন্দা

অবৈধ মদ কাণ্ডে ধুন্ধুমার কেন্দা

নিজস্ব প্রতিনিধি, কেন্দা :

অবৈধ মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আক্রান্ত পুলিশ। উত্তেজক ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায় কেন্দা থানার লুকুইডি গ্রামে। এদিন সন্ধ্যেবেলায় বিশেষ সূত্রে খবর পেয়ে কেন্দা থানার পুলিশের একটি দল লুকুইডি গ্রামে অবৈধ মদের ঠেকের ওপর বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন কিছু মানুষ পুলিশের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে। তাদের দাবি এই অবৈধ মদ তৈরি এবং বিক্রি আটকানো চলবে না। তাদের সাথে পুলিশের খন্ড যুদ্ধ শুরু হয়। পুলিশের গাড়ি এবং পুলিশের ওই দলটিকে দীর্ঘক্ষন আটকে প্রতিবাদ চালানো হয়। পরে কেন্দা থানার আধিকারিকরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে তাদের উদ্ধার করে। প্রতিবাদ চলাকালীন উত্তেজিত জনতা পুলিশের ওই দলের উপর চড়াও হয় এবং তাদেরকে মারধরও করা হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়ে চিকিৎসাধীন। পুলিশের তরফে জানা গেছে অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদের খোঁজ চলছে। এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ।

Post Comment