নিজস্ব প্রতিনিধি, পাড়া:
একাধিক বাড়িঘরে ধারাবাহিক চুরি। চুরির একের পর এক ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। অবশেষে বড় সাফল্য পেল পুরুলিয়ার পাড়া থানার পুলিশ। গোপন সূত্রে তথ্য পেয়ে মঙ্গলবার গভীর রাতে আনাড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে দুই সন্দেহভাজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল— আসাদুল শেখ ও শেখ মিসির। তাদের বাড়ি যথাক্রমে বাঁকুড়ার ছাতনা ও ঝালদার কাঁটাডি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরেই পাড়া থানার বিভিন্ন গ্রামে রাতে চুরির ঘটনা বাড়ছিল। পুলিশ নজরদারি বাড়ালেও দুষ্কৃতীদের খোঁজ মিলছিল না। তবে তদন্তকারীদের দাবি, মঙ্গলবার রাতে আরও একটি অসৎ উদ্দেশ্যে এলাকায় প্রবেশ করতেই ওই দুই যুবককে হাতে-নাতে ধরে ফেলা হয়।
ধৃতদের কাছ থেকে একটি শাবলসহ বেশ কিছু চুরির।কাজে ব্যবহারযোগ্য সরঞ্জাম উদ্ধার হয়েছে। পুলিশের মতে, এগুলি থেকেই সন্দেহ আরও প্রবল হয়।
২৯ নভেম্বর রামপুর গ্রামের বাসিন্দা তরুণ কুমার আচার্য্য পাড়া থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, ২৩ নভেম্বর গভীর রাতে দুষ্কৃতীরা তাঁর বাড়ির দরজা ভেঙে ঢুকে লক্ষাধিক টাকার সোনার গয়না এবং জমির গুরুত্বপূর্ণ দলিল নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার পর অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল পুলিশ।
বুধবার ধৃত দুই যুবককে রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।









Post Comment