নিজস্ব প্রতিনিধি,ঝালদা:
গোপনে বেআইনি জুয়া চলার অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠছিল। অবশেষে শনিবার গভীর রাতে সেই জুয়াচক্রে বড়সড় অভিযান চালায় পুরুলিয়ার ঝালদা থানার তুলিন ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে সুনির্দিষ্ট খবর পাওয়ার পর কেন্দুয়াডি গ্রামে হানা দেন ফাঁড়ির আধিকারিকরা। পুলিশের দাবি, ওই সময় সেখানে তাস খেলে মোটা অঙ্কের জুয়া চলছিল।
অভিযান চালাতেই রাতের অন্ধকারের সুযোগে বেশিরভাগ অভিযুক্ত পালিয়ে গেলেও এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। ধৃতের নাম বিক্রম মাহাত, বাড়ি ঝালদারই কেন্দুয়াডি গ্রামে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে নগদ প্রায় ১৬ হাজার টাকা , একটি মোবাইল ফোন এবং জুয়া খেলার সঙ্গে যুক্ত বিভিন্ন সামগ্রী।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। রবিবার বিক্রম মাহাতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।









Post Comment