insta logo
Loading ...
×

রাতের ম্যারাথনে অযোধ্যা পাহাড়ে অ্যাডভেঞ্চার খুঁজছে পুলিশ

রাতের ম্যারাথনে অযোধ্যা পাহাড়ে অ্যাডভেঞ্চার খুঁজছে পুলিশ

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :

রাত দখলের অ্যাডভেঞ্চারে অযোধ্যা পাহাড়। ১৪ কিমির ম্যারাথন দৌড়। বাংলার বুকে নজির সৃষ্টি করে এই প্রথম রাতের আঁধারে ম্যারাথন দৌড় আয়োজিত হচ্ছে পুরুলিয়ায়। যাদের অতন্দ্র প্রহরা জেলাবাসীর রাতকে নিশ্চিন্ত ঘুম এনে দেয়, সেই পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে বাংলার মধ্যে এই প্রথম নাইট ম্যারাথন আয়োজিত হচ্ছে অহল্যাভূমিতে। চলতি মাসের ২২ তারিখ এই নজির গড়া ম্যারাথনের আয়োজন। শুধু পুরুষরা নন রাত দখলের ম্যারাথনে মহিলারাও অংশ নেবেন।

গত বছর একটি পর্যটন সংস্থা অযোধ্যা পাহাড়ে ম্যারাথন আয়োজন করে চমকে দিয়েছিল। এবার চমক আরও বেশি। নাইট ম্যারাথনের স্লোগানই যে ‘রান ফর অ্যাডভেঞ্চার’। সপ্তাহ খানেক আগে থেকে এই নাইট ম্যারাথনে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অযোধ্যা হিলটপ মাঠ থেকে ম্যারাথন শুরু হবে। আপার ড্যাম পর্যন্ত গিয়ে ফিরে আসা। আবার হিলটপে এসে শেষ হবে ম্যারাথন অ্যাডভেঞ্চার। দূরত্ব সবে মিলে ১৪ কিমি। আছে দুটি বিভাগ। একটি সাধারণ ও আরেকটি মেয়েদের বিভাগ। জেনারেল ক্যাটাগরিতে প্রথম পুরস্কার নগদ ৫০ হাজার টাকা। সঙ্গে মেডেল। দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা ও মেডেল। তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা সঙ্গে মেডেল। চতুর্থ থেকে একেবারে পঞ্চ বিংশ স্থান পর্যন্ত পুরস্কার রয়েছে এই বিভাগে। মহিলা বিভাগে প্রথম
পুরস্কার ৩০ হাজার। দ্বিতীয় পুরস্কার ২০ হাজার। তৃতীয় পুরস্কার ১০ হাজার। প্রতি ক্ষেত্রেই রয়েছে মেডেল। এই বিভাগে চতুর্থ থেকে পঞ্চদশ স্থান পর্যন্ত পুরস্কার রয়েছে। সাধারণ বিভাগে নাম লেখাতে লাগবে ৫০০ টাকা। মহিলা বিভাগে নাম লেখাতে লাগবে ৩০০ টাকা। রাজ্য পুলিশের ক্ষেত্রে নাম লেখাতে লাগবে না কোন টাকা। ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে।

একদা মাও ডেরা অযোধ্যা পাহাড় রাজ্যে পালাবদলের পর একেবারেই শান্ত। রাজ্যের পর্যটন মানচিত্রে এই পাহাড়কে আরও ভালোভাবে তুলে ধরতে এমন অভিনব ম্যারাথনের উদ্যোগ পুলিশের। ব্যাঙ্গালোরে রাতে ম্যারাথন হওয়ার উদাহরণ থাকলেও বাংলায় এই প্রথম। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “অযোধ্যা পাহাড়কে পর্যটন সহ সামগ্রিক দিক দিয়ে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। এই ম্যারাথনকে সফল করতে আমাদের বিভিন্নভাবে প্রচার চলছে।
আমরা ব্যাপক সাড়া পাচ্ছি।”

৪৯০ খ্রিস্টপূর্বাব্দে এথেনীয় দূত ফিডিপ্পিডিস ম্যারাথন যুদ্ধের স্থান থেকে ‘বিজয় বার্তা নিয়ে এথেন্সে দৌড়ে এসেছিলেন। সেই থেকে ম্যারাথন দৌড়ের শুরু। আতঙ্ক কাটিয়ে পর্যটনের আনন্দও তো তেমনই বিজয় বার্তা, বলছেন এক পুলিশ আধিকারিক।

Post Comment