বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:
পোষাকি নাম ‘টার্গেট।’ তবে এই ‘টার্গেট’ লক্ষ্যে পৌঁছানো নয়। এই ‘টার্গেট’ বে-আইনি লটারি। যেখানে পুরস্কার মূল্য-র নামে টাকার খেলা!
এই বে-আইনি লটারিকে সামনে রেখে টাকার খেলা চলছিল পুরুলিয়া মফস্বলে। পুলিশ জানতে পেরেই চটজলদি ব্যবস্থা নিয়ে বে-আইনি লটারি অস্থায়ী ছাউনির ঝাঁপ বন্ধ করে ওই দোকান মালিককে বুধবার রাতে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে পুরুলিয়া আদালতে তোলা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃত লটারি বিক্রেতার নাম অভিজিৎ দত্ত। তার বাড়ি পুরুলিয়া পুর শহরের ২০ নম্বর ওয়ার্ডের গাড়িখানায়। পুরুলিয়া মফস্বল থানার বোঙাবাড়ি মোড়ে ওই কারবার শুরু করেছিল বছর ২৫-র অভিজিৎ। এখান থেকে এই কারবারের নানান জিনিসপত্র উদ্ধার করে পুলিশ।
কিভাবে চলতো এই কারবার ? প্যাড ছাপিয়ে এই লটারি বিক্রি হতো। সেই প্যাডে লিখে বিভিন্ন নম্বর দেওয়া হতো। তার বিনিময়ে নেওয়া হতো টাকা। এরপর ফলাফলে সেই নম্বর আসত। যার নম্বর মিলে যেত সে পেতো পুরস্কার। এভাবেই ‘টার্গেট’ লটারির কারবারের জাল বিছিয়ে ছিল এলাকায়।
ধৃতের কাছ থেকে ৩৫ হাজার ৬২০ টাকা, সেই সঙ্গে ৩৯৩ টাকার কয়েন, ৬ বান্ডিল লটারি টিকিট, ৮ টি নম্বরের স্লিপ, ৩ টি বলপেন, ১ টি কালো মার্কার কলম। এছাড়া ট্রান্সপারেন্ট কালার টেপ, একটি স্মার্টফোন, ফোন পে বারকোড যুক্ত বোর্ড, একটি গোলাপি রঙের ব্যাগ। আর ওই ব্যাগের মধ্যে ছিল দুটি লটারির রেজাল্ট, প্লাস্টিক প্যাকেট। তাতে লেখা লটারি ফলাফল, স্টেপলার, দুটো পেপার ওয়েট, চার্জেবেল বাল্ব, একটি প্লাস্টিক কন্টেনার, কার্বন পেপার, রাবার ব্যান্ড, ছাতা ও বেঞ্চ উদ্ধার করে পুলিশ।
Post Comment