নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পুজো উদ্যোক্তাদের নিয়ে একটি প্রস্তুতি বৈঠক করল পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার বিকালে এই বৈঠকটি হয় জেলা পুলিশের অতিথি আবাস ক্ষণিকায়। এই বৈঠকে পুরুলিয়া মফস্বল থানা এলাকার ৮৫ টি পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মূলত এই বৈঠক থেকে পুজো শান্তি-শৃঙ্খলার সঙ্গে পালন করার বার্তা দেওয়া হয়। এছাড়া বিভিন্ন বিধি প্রশাসনের তরফে উদ্যোক্তাদের বাতলে দেওয়া হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ডিএসপি ( আইন শৃঙ্খলা) শাশ্বতী শ্বেতা সামন্ত, পুরুলিয়া মফস্বল থানার আইসি অশোকতারু মুখোপাধ্যায়। এছাড়া ছিলেন পুরুলিয়া ১ ও পুরুলিয়া ২ এর বিডিও যথাক্রমে মনোজকুমার মাইতি এবং বাপি ধর সহ দমকল ও বিদ্যুৎ বণ্টন সংস্থান পদাধিকারিকরা।
Post Comment