নিজস্ব প্রতিনিধি, ঝালদা: ঘনিষ্ট মুহূর্তের ছবি সোশাল সাইটে ভাইরাল করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল ঝালদা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শিশুপাল কুইরি। তার বাড়ি ঝালদা থানার কুসি গ্রামে। মঙ্গলবার ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়। গত সোমবার এক তরুণীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঝালদা থানার পুলিশ একটি মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় তার মোবাইল। পুলিশ জানিয়েছে, ওই তরুণীর সাথে প্রণয়ের সম্পর্ক ছিল অভিযুক্ত যুবকের। তারা গোপনে মেলামেশা করত। আর সেই সব ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি তুলে রাখে ওই যুবক বলে অভিযোগ। সম্প্রতি ওই দুজনের সম্পর্কে ফাটল ধরায় তাকে শায়েস্তা করতে ওই সমস্ত ছবি ভাইরাল করে দেওয়া হয় বলে অভিযোগ।
Post Comment