নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :
বর্ষশেষের দিনে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুরুলিয়া জেলার বলরামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম সনাতন হেমব্রম। ধৃতের বাড়ি বলরামপুর থানার পারডি গ্রামে।
অভিযোগকারিনী বছর ৩৬ এর যুবতী বলরামপুর থানার দ্বারস্থ হয়ে মঙ্গলবার জানিয়েছেন গত ১৯ ডিসেম্বর বিকেলে জমি থেকে মাথায় ধানের বোঝা নিয়ে বাড়ি ফেরার পথে একাকীত্বের সুযোগ নিয়ে তাকে পেছন থেকে জাপটে ধরে অভিযুক্ত। সেসময়ই তাকে ধর্ষণ করা হয়। নির্যাতিতা চিৎকার করলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি ঘটনার কথা কাউকে জানালে খুনের হুমকি দেওয়া হয়। বলরামপুর থানায় ধর্ষণ,মারধর ও হুমকির ধারায় মামলা রুজু করা হয়।নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা হয়।পাশাপশি এদিনই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
Post Comment