নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
ফের গরু পাচার রুখল পুলিশ। হুড়া নয় এবারের ঘটনা বাঘমুণ্ডি থানা এলাকায়। তল্লাশি চালিয়ে তিনটি গরু বোঝাই একটি পিক আপ ভ্যান আটক করল পুরুলিয়ার বাঘমুন্ডি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকেলে অযোধ্যা মোড় সংলগ্ন সড়কে গরু চাপিয়ে নিয়ে যাওয়ার সময় পিক আপ ভ্যানটি আটক করা হয়। পিক আপ ভ্যানের চালক ও মালিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হল ক্ষিতীশ গোপ ও জামশেদ আনসারি। তারা যথাক্রমে বলরামপুর থানার ডাভা ও রসুলডি গ্রামের বাসিন্দা। শনিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়।
Post Comment