insta logo
Loading ...
×

জয়পুরে আফিম খেত নষ্ট করল পুলিশ

জয়পুরে আফিম খেত নষ্ট করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, জয়পুর:

ফের নিষিদ্ধ আফিম চাষের বিরুদ্ধে অভিযান। ৮ বিঘা আফিম নষ্ট করল পুলিশ ও আবগারি দফতর। ঘটনাটি ঘটেছে বুধবার পুরুলিয়ার জয়পুর থানার ঝাড়খণ্ড সীমান্তবর্তী লায়াডি গ্রামে।
গোপন সূত্রে পুলিশ খবর পায় জয়পুরের সিধি জামড়া অঞ্চলের লায়াডি গ্রাম সংলগ্ন এলাকায় বিস্তীর্ণ জমিতে বেআইনি ভাবে আফিম সংগ্রহের জন্য পোস্ত চাষ করা হয়েছে। এই অভিযানে ছিল জয়পুর সার্কেলের আবগারি দফতর। উপস্থিত ছিলেন পুন্দাগ ফাঁড়ির আধিকারিক সঞ্জয় দিগর, জয়পুর থানায় আইসি লিটন রক্ষিত সহ বিশাল পুলিশ বাহিনী।

গ্রাম থেকে ওই জমির দূরত্ব প্রায় এক কিমি। এবড়ো খেবড়ো দুর্গম পথ পার হয়ে আধিকারিকরা দেখেন বিঘার পর বিঘা জমিতে পোস্তো চাষ হয়েছে। গাছে গাছে সাদা – গোলাপী ফুল ফুটেছে। দূর থেকে যাতে কেউ বুঝতে না পারে তাই আফিম কারবারিরা জমির চার পাশে কোথাও কাপড়, কোথাও নেট, কোথাও ত্রিপল দিয়ে বেড়া দিয়েছে। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে সমস্ত ফসল নষ্ট করে দেওয়া হয়।

গত দু বছর ধরে একের পর এক আফিম চাষের ঘটনা সামনে আসছে। আড়শা, বলরামপুর, বাঘমুন্ডি, কোটশিলার পর এবার জয়পুরেও আফিম চাষ। যেন ওয়েব সিরিজ মির্জাপুরের ছবি অভিনীত হচ্ছে এখানে। কালিন ভাইয়ার খোঁজে পুলিশ।

আসলে গাছটির নাম পপি। এই গাছ থেকে মাদক দ্রব্য আফিম প্রস্তুত হয়। ফল যখন পেকে ওঠে তখন ব্লেড দিয়ে ফলের গায়ে গভীর করে আঁচড় দেওয়া হয়। আঁচড় দেওয়ার ৫ থেকে ৬ ঘণ্টা পর সেই ফল থেকে কষ বের হতে থাকে। সেই কষই হলো আফিমের কাঁচামাল। এটি থেকে হেরোইন প্রস্তুত হয়। মরফিন পাওয়া যায়। অন্যদিকে ফলের বীজগুলি বাঙালির রান্নাঘরের প্রিয় মহার্ঘ্য তরকারি। নাম পোস্ত।

Post Comment