insta logo
Loading ...
×

পুরুলিয়া শহরে পুলিশ কন্যা খুন! ধৃত যুবক

পুরুলিয়া শহরে পুলিশ কন্যা খুন! ধৃত যুবক

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:

পুলিশ কন্যা খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুরুলিয়া জেলা পুলিশের কর্তব্যরত এক মহিলা পুলিশের মেয়ে গত ৩০ শে ডিসেম্বর ভোর থেকে রহস্যজনকভাবে বেলগুমা পুলিশ লাইনের আবাসন থেকে নিখোঁজ হয়ে যায় বলে অভিযোগ। ১৩ বছরের ওই নিখোঁজ কিশোরী প্রমিলা মুর্মু-র মৃতদেহ ৫ দিন পর পুকুর থেকে উদ্ধার হয়। এই ঘটনায় খুনের অভিযোগে অভিজিৎ বাউরি নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুরুলিয়ার টামনা থানার পুলিশ। ধৃত অভিজিতের বাড়ি পুরুলিয়া শহরের হুচুক পাড়ায়। আজ সোমবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ শে ডিসেম্বর ভোর থেকে নিখোঁজ হয়ে যায় ওই কিশোরী। তার মা পুরুলিয়া জেলা পুলিশের কর্মী হওয়ায় বেলগুমা পুলিশ লাইনের আবাসনে বাবা-মায়ের সঙ্গে থাকতো। শহর পুরুলিয়ার চিত্তরঞ্জন বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল সে। গত ৩০ শে ডিসেম্বর নিখোঁজ-র পরেই টামনা থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করেন কিশোরীর বাবা। পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছিল, গত ২৯ শে ডিসেম্বর রাতে খাওয়া- দাওয়া সেরে বাড়িতেই ঘুমিয়ে ছিল ওই কিশোরী। পরের দিন
ভোরে দেখা যায় বাড়িতে নেই। ঘরের দরজাও খোলা।পরে বিভিন্ন জায়গায় তার খোঁজ করেও সন্ধান মেলেনি। পুলিশও বিভিন্ন জায়গায় খোঁজ করে। প্রথমে তার হদিস পাওয়া যায়নি। গত শনিবার পুরুলিয়া শহরের ৪ নম্বর ওয়ার্ডের ভাটবাঁধ এলাকার অ্যাটলাস ক্লাবের সামনে একটি জলাশয় থেকে একঅজ্ঞাত পরিচয় কিশোরীর মৃতদেহ ভাসতে দেখা যায়। পুলিশ দেহটি উদ্ধার করার পর ওই কিশোরীর পরিবার দেহটি শনাক্ত করেন। এই ঘটনায় ওইদিন পুরুলিয়া সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়।মৃতদেহ উদ্ধার থেকে পুলিশের অনুমান, কয়েকদিন আগেই ওই কিশোরীর মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়। রবিবার পরিবারের তরফে টামনা থানায় একটি অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

Post Comment